অবসর ভেঙে আবারো ক্রিকেটে ফিরছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক ইয়োহান বোথা। দক্ষিণ আফ্রিকার জাতীয় দল থেকে অবসর নেওয়ার পরে নিজ দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন বোথা। অস্ট্রেলিয়ায় ঘরোয়া টুর্নামেন্ট খেলে দুই বছর আগে অস্ট্রেলিয়াতেই ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন এই অলরাউন্ডার। সেই অস্ট্রেলিয়ার মাটিতেই আবার অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন তিনি। ১০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিগ ব্যাশেই খেলবেন তিনি।
আসন্ন বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের পক্ষে খেলতে পারবেন না টিম পেইন। অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক উক্ত সময়ে ভারতের বিপক্ষে চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যস্ত থাকবেন। পেইনের বদলি হিসাবেই বোথাকে আবার দলে ফিরিয়েছে হোবার্ট।
২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার জার্সিতে অভিষেক হয়েছিল বোথার। ২০১২ সাল পর্যন্ত দলটির হয়ে খেলেছেন তিনি। ২০১০ সালে গ্রায়েম স্মিথ দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরে দায়িত্ব পান বোথা। তার আগে টি-টোয়েন্টির সহ অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১১ বিশ্বকাপের পরে ওয়ানডে অধিনায়কের দায়িত্বও ছেড়ে দিয়েছিলেন স্মিথ। তখনও স্মিথের পরিবর্তে ওয়ানডে অধিনায়কত্বও গিয়ে পড়েছিল বোথার কাঁধে। এর আগেও ২০১০ সালে নিয়মিত অধিনায়ক স্মিথের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়কত্ব করে সিরিজ জিতেছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বশেষ ২০১২ সালের অক্টোবরে খেলেছেন বোথা। এরপর থেকে তিনি নিয়মিত খেলেছেন ঘরোয়া টুর্নামেন্টগুলোতে। বিশেষ করে বিগ ব্যাশের নিয়মিত মুখ ছিলেন তিনি। বিগ ব্যাশ ক্যারিয়ারের শুরুটা অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে করেছিলেন বোথা। যেখানে তিনি ছিলেন ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত। এরপর ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত সময়ে তাকে দেখা গেছে সিডনি সিক্সার্সের জার্সি গায়ে। এ সময়েই ২০১৬ সালে অস্ট্রেলিয়ার নাগরিকত্বও পেয়ে যান তিনি।
পরে হোবার্টের হয়ে খেলা ছেড়ে কোচের দায়িত্ব নেন বোথা। বর্তমানে তিনি তাসমানিয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পাকিস্তান সুপার লিগের দল করাচি কিংসেরও অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে রয়েছেন তিনি।