গুজরাটের সাত নারী অভাবের তাড়নায় পাপড় বিক্রি করা শুরু করেছিলেন। ধীরে ধীরে সেই পাপড়ের চাহিদা বাড়তে থাকে। পাপড়ের স্বাদ ছড়িয়ে পড়ে ভারতজুড়ে। লিজ্জত পাপড় নামের ওই উদ্যোগ প্রতিষ্ঠা পায় দেশের সেরা পাপড়ের ব্র্যান্ড হিসেবে। অসাধারণ এই উদ্যোগ নিয়ে তৈরি হচ্ছে ছবি। সেখানে পাপড় বেচবেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। পাপড় নিয়ে ছবির গল্প হলেও সেখানে উঠে আসবে নারীশক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়।
ছয় দশক ধরে গুজরাটের ওই সাত নারী সুখ্যাতি অক্ষুণ্ণ রেখে ব্যবসা করে যাচ্ছেন। নিজেদের প্রতিষ্ঠা করেছেন দেশসেরা নারী উদ্যোক্তা হিসেবে। সহস্র নারীকে অনুপ্রেরণা যুগিয়েছেন। তাঁদেরই দেখা যাবে রুপালি পর্দায়। নতুন ছবির নাম কাররম কুররম। গ্লেন ব্যারেটো আর অংকুশ মহলা পরিচালনা করবেন ছবিটি। প্রযোজনা করবেন আশুতোষ গোয়ারিকর।
একের পর এক বড় প্রকল্প কিয়ারার হাতের মুঠোয়। বলা যায়, কবির সিং ছবিটি তাঁর ভাগ্যের চাকা অনেকটাই ঘুরিয়ে দিয়েছে। এরপর থেকেই প্রযোজকদের লম্বা লাইন তাঁর বাসার বাইরে। কাররম কুররম-এ আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছেন কিয়ারা। এখন কেবল ছবির শুটিং শুরুর অপেক্ষা।
এদিকে কিয়ারা চণ্ডীগড়ে ব্যস্ত ছিলেন রাজ মেহতার যুগ যুগ জিও ছবির শুটিংয়ে। রাজের এই ছবিতে কাজ করছেন অনিল কাপুর, বরুণ ধাওয়ান, নীতু কাপুরসহ অনেকে। সম্প্রতি বরুণ, নীতু কাপুর, রাজ মেহতাসহ বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হন। তাই আপাতত ছবির শুটিং বন্ধ।
কিয়ারাকে আরও দেখা যাবে ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনী নিয়ে ছবি শেরশাহ-এ। এই বায়োপিকে বিক্রম বাত্রার চরিত্রে দেখা যাবে কিয়ারার কথিত প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রাকে। সম্প্রতি হটস্টার-ডিজনিতে মুক্তি পেয়েছে কিয়ারা ও অক্ষয় কুমার অভিনীত লক্ষ্মী ছবিটি। আর ১১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কিয়ারা অভিনীত ছবি ইন্দু কি জাওয়ানি।