দেশসেরা ওপেনার তামিম ইকবাল ক্যারিয়ারের শুরু থেকেই হার্ডহিটার হিসেবে পরিচিত। পরে সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন। জাতীয় দলে এখন উইকেটে টিকে থাকার গুরুদায়িত্ব তার ওপর। যে কারণে তামিমের স্ট্রাইক রেট নিয়ে সবসময়ই সমালোচনা হয়। চলতি বঙ্গবন্ধু কাপে তামিমের স্ট্রাইক রেট ১১৬.৮৭। যা টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়। এই স্ট্রাইক রেটেই টুর্নামেন্টে ৫ ইনিংসে ১৮৭ রান করেছেন তামিম। আজ তাকে এই বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে তামিম নিজের অভিমত জানান।
তামিম বলেন, ‘আমার সঙ্গে যারা খেলছে, তারা কোন স্ট্রাইক রেটে খেলছে, এটাও তো খেয়াল রাখতে হবে। ৩০ বলে ৩০ রান করায় খারাপ কিছু দেখি না, যদি পরিস্থিতি ওরকম থাকে। যখন আমরা ১৫০ রান তাড়া করছি, তখন যদি তিনটা উইকেট পড়ে যায় (দ্রুত), ওই সময় ২০ বলে ৩০-৪০ রান করা কঠিন। গত ম্যাচে দেখুন, দেড়শ স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলাম, আবারও ৩২ রানে আউট হয়ে গেছি। এ সময় বেশি না মেরে আরেকটু সময় নিয়ে খেললে ইনিংস বড় করা যেত।’
তিনি আরও বলেন, ‘স্ট্রাইক রেট বলুন, ৩০ রান বলুন- প্রশ্ন সবসময় থাকবে, আপনারা সবসময়ই প্রশ্ন তুলবেন। আমার কোনো সমস্যা নেই। ব্যাপার হলো, দিনশেষে যদি আমি ৪০ বলে ৪০ করায় দল জিতে, এটা ভালো। আমি ১৫ বলে ৪০ করে দল হারলে তা ভালো নয়। আমার দলে আমাকে কীভাবে খেলতে হবে, সেটাই গুরুত্বপূর্ণ। এই দলে স্ট্রাইক রেটের চেয়েও আমার কাছে গুরুত্বপূর্ণ হলো যতক্ষণ উইকেটে থাকতে পারি, যত লম্বা ইনিংস খেলতে পারি। এখানে আমার ৩০ রান করা ভালো বিষয় নয়। আমি যদি ৪০-৪২ বলেও ৫০ করতাম, হয়তো ১০৯ রানে অলআউট না হয়ে ১৩০-১৩৫ রান হতো, বোলারদের তখন সুযোগ দেওয়া যায়।’