এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, বিজয়ের মাসে সারা লাইফস্টাইল নিয়ে এসেছে দেশীয় পোশাকের ভিন্নধর্মী এক আয়োজন। সব বয়সের ক্রেতাদের কথা চিন্তা করে সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে সুলভ মূল্যে থাকছে এসব পোশাকের বাহারি আয়োজন।
বিজয়ের মাসে সারার এই আয়োজনে থাকছে মেনস পাঞ্জাবি, লেডিস সিঙ্গেল এথনিক, শিশুদের পাঞ্জাবি, মেনস অ্যান্ড ওমেনস টি–শার্ট, মিনিমি কালেকশন, কাপল কালেকশন, মেয়ে শিশুদের ফ্রক, সিঙ্গেল এথনিক। লাল-সবুজের বাহারি মিশ্রণ থাকছে বিজয়ের মাসের এই সংগ্রহে।
পাশাপাশি শীতকালে এবার সারার সংগ্রহে থাকছে মেনস অ্যান্ড উইমেন্স বোম্বার জ্যাকেট, মেনস অ্যান্ড উইমেন্স উইন্ড ব্রেকার, মেনস অ্যান্ড উইমেন্স ব্লেজার, ফুল স্লিভস টি-শার্ট, ডেনিম জ্যাকেট, ডেনিম শাল, ডেনিম টপস অ্যান্ড কুর্তি, মেনস অ্যান্ড উইমেন্স কুইল্টেড ভেস্ট, মেনস অ্যান্ড উইমেন্স পাফার জ্যাকেট, বিভিন্ন রকমের হুডি, মেনস ক্যাজুয়াল ব্লেজার, ফ্ল্যানেল শার্টস, ফ্ল্যানেল স্কার্ফ, কিডস পাফার জ্যাকেট এবং কিডস হুডিস। মাত্র ৫০০ টাকা থেকে শুরু করে ২ হাজার ৫০০ টাকার মধ্যে এসব পোশাক আপনি পেতে পারেন শুধু সারাতে।
আউটলেটের পাশাপাশি সারার নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com.bd), ফেসবুক পেজ (www.facebook.com/saralifestle.bd) এবং ইনস্টাগ্রাম (saralifestyle.bd) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে এই ক্রান্তিলগ্নে হোম ডেলিভারি পেতে পারেন। এ ছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও অর্ডারকৃত পণ্য ডেলিভারি নেওয়ার সুযোগ আছে।